সিলেট জেলার মানচিত্র | সিলেট জেলার ভৌগোলিক সীমানা | সিলেট জেলার পর্যটন ও দর্শনীয় স্থানসমূহ

Related Posts
Table of Contents
সিলেট জেলার মানচিত্র
আসসালামুআলাইকুম প্রিয় পাঠকবৃন্দ আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন। আজ আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম সিলেট জেলার মানচিত্র সম্পর্কিত কিছু তথ্য । আশাকরি আমাদের এই তথ্যটি আপনার অবশ্যই ভালো লাগবে। প্লিজ, আমাদের পোস্টটি ধৈর্য্য সহকারে পড়বেন।
সিলেট জেলার ভৌগোলিক সীমানা
সিলেট জেলার উত্তরে ভারতের মেঘালয় ও খাশিয়া-জৈন্তিয়া পাহাড়, পূ্র্বে ভারতের আসাম, দক্ষিণে মৌলভীবাজার জেলা ও পশ্চিমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা অবস্থিত। এই জেলার আয়তন ৩,৪৯০.৪০ বর্গ কিমি। বাৎসরিক সর্বচ্চো তাপমাত্রা ৩৩.২° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬° সেলসিয়াস।প্রধান নদী সুরমা ও কুশিয়ারা। হাওড় সংখ্যা ৮২ টি। সংরক্ষিত বনাঞ্চল ২৩৬.৪২ বর্গ কিলোমিটার। ভারতের খাশিয়া-জয়ান্তা পাহারের কিছু অংশ এই জেলায় পরেছে। এছাড়াও কিছু ছোট পাহাড় ও টিলা রয়েছে এখানে।
সিলেট জেলার পর্যটন ও দর্শনীয় স্থানসমূহ
হযরত শাহজালাল ও হযরত শাহ পরান এর পবিত্র মাজার শরীফ এ জেলায় অবস্থিত। প্রতি বছর বিপুল সংখ্যক ধর্মপ্রাণ লোক মাজার জিয়ারতের উদ্দেশ্যে আগমন করে। আসে বিপুল সংখ্যক পর্যটক। ইতিহাস ঐতিহ্যের সিলেট জেলার এক অনন্য আকর্ষণ।সিলেট এর স্থানীয় ভাষা ‘‘নাগরী ভাষা’’র একটি বিশেষত্ব রয়েছে যা অন্য অঞ্চল থেকে পৃথক। শীত মৌসুমে সিলেটের হাওর-বাওর গুলো ভরে উঠে অতিথি পাখির কলরবে।
১. হযরত শাহজালাল ও হযরত শাহ পরান এর মাজার
২. লালাখাল
৩. তামাবিল
৪. হাকালুকি হাওর
৫. হাসন রাজা মিউজিয়াম
৬. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
৭. কৈলাসটিলা
৮. ড্রিমল্যান্ড পার্ক
৯. জাফলং
১০. মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের বাড়ি।
১১. মৌলভীবাজার চা বাগান
১২.জাকারিয়া সিটি
১৩. মনিপুরী রাজবাড়ী
এছাড়াও অনেক দর্শনীয় স্থান সিলেটে অবস্থিত।
Tag:সিলেট জেলার মানচিত্র , সিলেট জেলার ভৌগোলিক সীমানা , সিলেট জেলার পর্যটন ও দর্শনীয় স্থানসমূহ