Skip to main content
Loading Ad...
Free Study Help

ঢাকা বিশ্ববিদ্যালয় review | ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা | ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে/খ ইউনিট/গ ইউনিট/ঘ ইউনিট/চ ইউনিটে আসন সংখ্যা | ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা | ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার নিয়ম |

By Arafat Published: October 12, 2025
Views:
ঢাকা বিশ্ববিদ্যালয় review | ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা | ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে/খ ইউনিট/গ ইউনিট/ঘ ইউনিট/চ ইউনিটে আসন সংখ্যা | ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা | ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার নিয়ম |
Related Posts
Loading Ad...

Table of Contents

ঢাকা বিশ্ববিদ্যালয় review | ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা | ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে/খ ইউনিট/গ ইউনিট/ঘ ইউনিট/চ ইউনিটে আসন সংখ্যা | ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা | ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার নিয়ম |


ঢাকা বিশ্ববিদ্যালয় review
 

 

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার সকল তথ্য, নতুন মানবন্টন কেমন হবে, আবেদন করতে কত পয়েন্ট লাগবে,  রেজাল্ট, কত মার্কস যোগ হবে ও কিভাবে প্রিপারেশন নিলে চান্স পাবা তার বিস্তারিতঃ- 

 

🔰 আসনসংখ্যাঃ- 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট আসনসংখ্যা  ৭২৫৮ টি।

 

ক ইউনিটে আছে 1796 সিট

খ ইউনিটে আছে 2363 সিট

গ ইউনিটে আছে 1250 সিট

ঘ ইউনিটে আছে 1610 সিট।

চ ইউনিটে আছে 135 সিট।

আইবিএ তে আছে 120 সিট।

 

⛔ঘ ইউনিটে আবার 1610 টা সিট ৩ ভাগে ভাগ করে দেওয়া হয়।

⛔বিজ্ঞান বিভাগের স্টুডেন্টসদের জন্য 1147 টা।

⛔মানবিক বিভাগের স্টুডেন্টসদের জন্য মাত্র ৫৩ টা।

⛔ব্যবসা শিক্ষা বিভাগের স্টুডেন্টসদের জন্য ৪১০ টা সিট।

 

🤔 মানবিক বিভাগের স্টুডেন্টসদের জন্য একটা কথা হল যাদের এইস এস সি তে অর্থনীতি/পরিসংখ্যান /গণিত সাবজেক্টের কোন একটি ও নেই তারা যেন কেউ ঘ ইউনিটের প্রিপারেশন না নেয়। কারণ ঐ ৩টা সাবজেক্টের একটা ও যদি না থাকে HSC তে এবং সে যদি এডমিশন টেস্ট দিয়ে প্রথম স্থান অধিকার করলেও কোন সাবজেক্ট মনোনয়ন দেওয়া হবেনা। সুতরাং সাবধান।

 

🤔 বিজ্ঞান বিভাগের স্টুডেন্টস যদি ঘ ইউনিটে চান্স পায় তাহলে তারা কমার্সের ও আর্টসের সবগুলো সাবজেক্ট পাবে। ১১৪৭টা সিট। মানবিক বিভাগের স্টুডেন্টস যদি ঘ ইউনিটে চান্স পায় তাহলে তারা কমার্সের সবগুলো সাবজেক্ট এবং সাইন্সের, গণিত ও পরিসংখ্যান সাবজেক্ট পাবে। ৫৩টা সিট।

 

🤔 ব্যবসা শিক্ষা বিভাগের স্টুডেন্টস যদি ঘ ইউনিটে চান্স পাই তাহলে তারা আর্টসের সবগুলো সাবজেক্ট ও সাইন্সের গণিত ও পরিসংখ্যান সাবজেক্ট পাবে। ৪১০টা তাদের সিট।

 

🎓 আবেদন যোগ্যতাঃ- 

 

🟠 ক ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান অথবা কৃষিবিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৮.০০ (৪র্থ বিষয়সহ)। এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের প্রত্যেকটিতে আলাদাভাবে প্রাপ্ত জিপিএ কমপক্ষে ৩.৫০ থাকতে হবে।

 

🟠 খ ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে মানবিক বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.০০ (৪র্থ বিষয়সহ)।

 

🟠 গ ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.৫০ (৪র্থ বিষয়সহ)।

 

🟠 ঘ ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান অথবা কৃষিবিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৮.০০ (৪র্থ বিষয়সহ)।

 

🎓 দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে মানবিক বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.০০ (৪র্থ বিষয়সহ)।

 

🎓 দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.৫০ (৪র্থ বিষয়/অপশনাল সহ)

 

🎓 চ ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে যেকোন বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৬.৫০ (৪র্থ বিষয়/অপশনাল সহ)।

 

🎓 আবেদনের নিয়মাবলীঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট থেকে নির্দিষ্ট সময়ে ''লগইন'' বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

 

🔴 অনুষদ ও বিভাগ সমূহঃ

 

🔰 ক ইউনিটঃ-

 

বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, আর্থ এন্ড এনভারমেন্টাল সায়েন্সস অনুষদ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ, ফার্মেসি অনুষদ, পরিসংখ্যান অনুষদ, পুষ্ট ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউট এর অধীনে নিম্মোক্ত বিভাগ সমূহ-

 

⛔ জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি 

⛔ ফার্মেসী

⛔পরিসংখ্যান, ও তথ্য পরিসংখ্যান

⛔ফলিত গনিত

⛔ মৃত্তিকা পানি ও পরিবেশ

⛔উদ্ভিদ বিজ্ঞান

⛔  প্রাণি বিজ্ঞান

⛔প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান

⛔মনোবিজ্ঞান

⛔ অনুজীব বিজ্ঞান

⛔ মৎস্যবিজ্ঞান 

⛔ পদার্থ

⛔ গনিত

⛔ ভূগোল ও পরিবেশ

⛔ভূতত্ত্

⛔দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা 

⛔ ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং

⛔ ফলিত রসায়ন

⛔ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল

⛔ ফলিত পরিসংখ্যান

⛔পুষ্টি ও খাদ্যবিজ্ঞান 

⛔ রসায়ন

⛔ লেদার ইঞ্জিনিয়ারিং

⛔ ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং

⛔লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং

⛔ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং 

⛔ সমুদ্র বিজ্ঞান

⛔ মৃত্তিকা, পানি ও পরিবেশ

⛔ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং

⛔ফুডওয়্যার ইঞ্জিনিয়ারি

⛔রোবটিক্স এন্ড ম্যাকট্রুনিক্স ইঞ্জিনিয়ারিং

 

🔰 খ ইউনিটঃ

 

কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, সমাজকল্যান ও গবেষণা ও ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (বি.এড), আধুনিক ভাষা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনেরাবিলিটি স্টাডিজ এর অধীনে-

 

⛔বাংলা

⛔ইংরেজী

⛔আরবি

⛔ ফারসি ভাষা ও সাহিত্য

⛔ উর্দু 

⛔ সংস্কৃত

⛔পালি এন্ড বুদ্ধিষ্ট স্টাডিজ

⛔ ইতিহাস

⛔দর্শন

⛔ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 

⛔ ইসলামি স্টাডিজ

⛔ তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা

⛔ ভাষাবিজ্ঞান

⛔ নাট্য কলা ও সংগীত

⛔ বিশ্ব ধর্মতত্ত্ব 

⛔ অর্থনীতি

⛔ রাষ্ট্রবিজ্ঞান

⛔নৃবিজ্ঞান

⛔ গনযোগাযোগ ও সাংবাদিকত

⛔সমাজবিজ্ঞান

⛔ লোক-প্রশাসন

⛔ আন্তর্জাতিক সম্পর্ক

⛔ শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন

⛔ উইমেন এ্যান্ড জেন্ডার স্টাডিজ

⛔ উন্নয়ন অধয়ন 

⛔ আইন

⛔ ভূগোল ও পরিবেশ

⛔মনোবিজ্ঞান

⛔সমাজকল্যান

⛔শিক্ষা (বি.এড) 

⛔ স্বাস্থ্য অর্থনীতি

⛔ডিজাস্টার ম্যানেজমেন্ট

⛔টেলিভিশন এন্ড চলচ্চিত্র

⛔ভাষাবিজ্ঞান

⛔প্রশাসন

⛔ ক্রিমিনোলজি

⛔যোগাযোগ বৈকল্

⛔English for Speakers of Other Languages (ESOL)

⛔ French as a Foreign Language (FFL)

 

🔰 গ ইউনিটঃ 

 

বিজনেস স্টাডিজ (BBA) অনুষদের অধীনে-

 

⛔ ব্যাবস্থাপনা

⛔ একাউনটিং এন্ড ইনফরমেশন সিস্টেম

⛔মার্কেটিং

⛔ ফিন্যান্স 

⛔ ব্যাংকিং এন্ড ইনসিওরেন্স

⛔ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম

⛔ ট্যুরিজ্ম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট

⛔ ইন্টারন্যাশনাল বিজনে

⛔অর্গানাইজেশন স্ট্রেটেজি এন্ড লিডারশীপ

 

🔰 ঘ ইউনিটঃ

 

📚 বিজ্ঞান বিভাগের জন্যঃ- 

 

কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, সমাজকল্যান ও গবেষণা ও ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (বি.এড), আধুনিক ভাষা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনেরাবিলিটি স্টাডিজ এবং বিজনেস স্টাডিজ অনুষদের সকল বিভাগ।

 

📚 মানবিক বিভাগের জন্যঃ- 

 

বিজ্ঞান অনুষদের গণিত, পরিসংখ্যান, প্রাণপরিসংখ্যান ও তথ্যপরিসংখ্যান বিভাগ এবং বিজনেস স্টাডিজ অনুষদের সকল বিভাগ

 

📚বাণিজ্য বিভাগের জন্যঃ- 

 

আর্থ এন্ড এনভারনমেন্টাল সায়েন্সেস অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগ, জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগ, কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, সমাজকল্যান ও গবেষণা ও ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (বি.এড), আধুনিক ভাষা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনেরাবিলিটি স্টাডিজ।

 

🔰 চ ইউনিটঃ

চারুকলা অনুষদের অধীনে-

 

⛔ অংকণ ও চিত্রায়ন

⛔গ্রাফিক্স ও ডিজাইন 

⛔ প্রিন্ট মেকিং

⛔প্রাচ্যকলা

⛔মৃৎশিল্প

⛔ভাস্কর্য

⛔ কারুশিল্প 

⛔ শিল্পকলার ইতিহাস

 

🤔 ঢাবির লিখিত পরীক্ষা নেওয়ার কথা শুনে ঘুম হারাম করার কিছুই নেই! লিখিত পরিক্ষা নিয়ে ভয়েরও কিছু নেই। তুমি যা পড়তেছো তাই আসবে। শুধুমাত্র গোল্লা ভরাটের পরিবর্তে ‘এক কথায় উত্তর' লিখতে হবে। HSC পরীক্ষার প্রিপারেশনেই অনেকটাই কাভার হয়ে যাবে রিটেন অংশ। প্রশ্ন আগের মতই হবে। শুধু অপশন গুলো থাকবে না।😴

 

🤔 লিখিত পরিক্ষায় একটু আইডিয়া থাকলেও নাম্বার পাওয়া যায়৷ অথচ MCQ তে কিন্তু একদম সঠিক উত্তরটিই কাউন্ট করা হয়।

 

🔰 ভর্তি পরীক্ষার মানবণ্টন🔰 

 

🔴 ক ইউনিটঃ

 

🎓 ভর্তি পরিক্ষা ৮০ নম্বরে। ( MCQ - 40, WRITTEN - 40) 

 

🎓 কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসেঃ- পদার্থ +রসায়ন +জীববিজ্ঞান +গণিত ।

.

বই সাজেশন : সাইন্স সামিট

.

এক বইয়েই বিজ্ঞান ইউনিটের সকল বিষয় 😍 ও ৩২ টি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংক + মডেল টেস্ট পাচ্ছো ছায়ামঞ্চ পাবলিকেশন্স এর " সাইন্স সামিট " বইয়ে 😍 এক বইয়েই সাইন্সের ৭ টি বিষয় ( পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, বাংলা, ইংরেজি, ICT) . 

" সাইন্স সামিট " বইটি কিনলে আর কোন বই পড়তে হবেনা৷  গুচ্ছ সহ সকল বিশ্ববিদ্যালয়ের সাইন্স ইউনিটের ১০০% প্রস্তুতির জন্য বেস্ট সহায়িকা ( সাইন্স সামিট) । এছাড়া ৩২ টি বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন ( প্রশ্নব্যাংক)  ব্যাখ্যাসহ থাকবে " সাইন্স সামিট " বইয়ে। সুতরাং অন্য কোন প্রশ্নব্যাংক ও লাগবেনা। 

.

👉এবার নতুন সিস্টেমে কোন সাবজেক্টে কত মার্কস থাকবে তা এখনো জানায়নি ঢাবি কর্তৃপক্ষ। 

..

রিটেনে থাকবে ৪০ নাম্বার৷ রিটেনের জন্য পড়বা " রিটেন সামিট "। 

🎓 বাংলা/ইংরেজী- (ঐচ্ছিক)

[৪র্থ বিষয় (জীববিজ্ঞান/গণিত) এর পরিবর্তে "বাংলা/ইংরেজী" অংশ উত্তর করা যাবে। মোট ৪ টি অংশের উত্তর করতে হবে।] 

.

বাংলা যারা উত্তর করবা তারা অবশ্যই " বাংলা পার্বণ "  বইটা পড়বা৷ 

.

ইংরেজি যারা উত্তর করবা তারা অবশ্যই " ছায়ামঞ্চ English " ও " ছায়ামঞ্চ Student Vocabulary " পড়বা৷ 

.

 

🔴 খ ইউনিটঃ

 

🎓 ভর্তি পরিক্ষা ৮০ নম্বরে। ( MCQ - 40, WRITTEN - 40) 

 

🎓 কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসেঃ- 

বাংলা + ইংরেজি + সাধারণ জ্ঞান ।

.

MCQ + WRITTEN উভয় অংশের জন্যই যে বই গুলো পড়বা সেগুলো হলো :

.

বই সাজেশন : 

বাংলা পার্বণ, ছায়ামঞ্চ English, ছায়ামঞ্চ GK, সাম্প্রতিক সামিট,  ছায়ামঞ্চ Student Vocabulary, সামিট ভার্সিটি সলুশন 

.

👉এবার নতুন সিস্টেমে কোন সাবজেক্টে কত মার্কস থাকবে তা এখনো জানায়নি ঢাবি কর্তৃপক্ষ। 

 

[সাধারন জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিদ্যা, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, ভূগোল ও ধর্ম বিষয়াবলী থেকে প্রশ্ন থাকবে।]

.

 

🔴গ ইউনিটঃ

 

🎓 ভর্তি পরিক্ষা ৮০ নম্বরে। ( MCQ - 40, WRITTEN - 40) 

 

🎓 কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসেঃ- 

 

বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, মার্কেটিং/ফিন্যান্স।

.

MCQ + WRITTEN উভয় অংশের জন্যই যে বই গুলো পড়বা সেগুলো হলো :

.

বই সাজেশন : 

বাংলা পার্বণ, ছায়ামঞ্চ English, ছায়ামঞ্চ BUSINESS SUMMIT ,  ছায়ামঞ্চ Student Vocabulary

.

 

👉এবার নতুন সিস্টেমে কোন সাবজেক্টে কত মার্কস থাকবে তা এখনো জানায়নি ঢাবি কর্তৃপক্ষ। 

 

🔴 ঘ ইউনিটঃ

 

🎓 ভর্তি পরিক্ষা ৮০ নম্বরে। ( MCQ - 40, WRITTEN - 40) 

 

🎓 কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসেঃ- 

বাংলা + ইংরেজি + সাধারণ জ্ঞান + ICT

.

.

 

🎓 সকল ইউনিটের ক্ষেত্রে জিপিএ এর উপরে ২০ মার্ক থাকবে 🙃

 

⚠ উপরের সকল তথ্য ২০২৪-২০২৪ শিক্ষাবর্ষের উপর ভিত্তি করে লিখা এবং পরীক্ষার নম্বর বন্টন টা নতুন ঘোষণার উপর ভিত্তি করে লিখা। যদি এই বছরের সার্কুলারে আর কোন পরিবর্তন আসে তাহলে সেটা তখনই জানতে পারবে। আর এখানে যে আসন সংখ্যা উল্লেখ করা হয়েছে তার মধ্যে কিছু আসন সংখ্যা কম অথবা বেশি হতে পারে। আর বাকিসব কিছুই ঠিক রয়েছে। 

 

আর হ্যা, সকলের কাছে পোষ্টটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে

Tag:ঢাকা বিশ্ববিদ্যালয় review,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে/খ ইউনিট/গ ইউনিট/ঘ ইউনিট/চ ইউনিটে আসন সংখ্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার নিয়ম 

No Previous Article No Next Article
Loading Ad...

More You Might Like

Comments

Leave a Comment

Comments (0)

Loading Ad...

Need Help with Your Studies?

Our team is here to guide you with academic support, resources, and expert advice. Reach out anytime and get the help you need to succeed.

Have questions? Contact Us anytime.

Get 15,000+ Articles

Get the latest notice guides and exclusive insights delivered to your inbox every week.

By subscribing, you agree to our Privacy Policy.