বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দের কার কত বেতন | বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দের কার কত বেতন ২০২৪ -ক্রিকেটারদের বেতন ২০২৪ | বাংলাদেশের ক্রিকেটারদের মাসিক বেতন কত ২০২৬
By Munna vai
Published: October 8, 2025
Views:

Related Posts
Loading Ad...
Table of Contents
আসছালামু আলাইকুম প্রিয় পাঠক সবাই কেমন আছেন।আসা করি সবাই ভালো আছেন। প্রিয় পাঠক আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যা অনেকে জানতে চাচ্ছেন। এই প্রশ্নটা আমরা যারা ক্রিকেট খেলা দেখি সবাই কম বেশি জানার আগ্রহ থাকে সেটা হলো বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দের কার কত বেতন। তাই আজকে আমরা ক্রিকেটারদের মাসিক বেতন কত ২০২৬ সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো।
বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দের কার কত বেতন
Also read :কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা vs Brazil ম্যাচ ২০২৬ কবে,কত তারিখে |ফুটবল বিশ্বকাপ ২০২৬ |আর্জেন্টিনা ও ব্রাজিল ম্যাচের সময়সূচি 2026
বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দের কার কত বেতন ক্রিকেটারদের বেতন ক্যাটাগরি অনুযায়ী দেওয়া হয়ে থাকে। যে যেই ক্যাটাগরিতে থাকবে থাকে সেই ক্যাটাগরি অনুযায়ী মাসিক বেতন দেওয়া হয়।বর্তমানে ক্রিকেটারদের মাসিক বেতন ১৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ক্যাটাগরি অনুযায়ী। যতগুলো ক্যাটাগরি আছে, সব ক্যাটাগরিতে ১৫ থেকে ৩৫ শতাংশ বারানো হয়েছে।’
বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দের কার কত বেতন ২০২৬
বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দের কার কত বেতন ২০২৬ জানা গেছে- যারা টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি; তিন ফরম্যাটেই আছেন তাদের মধ্যে অভিজ্ঞ ক্রিকেটারদের মাসিক বেতন দাঁড়াবে ৮ লাখ টাকার ওপরে।আর যারা এবারই প্রথম চুক্তির আওতায় এসেছেন, তাদের সর্বনিম্ন বেতন হবে দেড় লাখ টাকার কিছু কম।
তিন ফরমেটেই আছেন পাঁচ ক্রিকেটার
Also read :কাতার ফুটবল বিশ্বকাপ ২০২৬কে কোন গ্রুপে | ফুটবল বিশ্বকাপ ২০২৬গ্রুপ | ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিল ২০২৬
- সাকিব আল হাসান
- মুশফিকুর রহীম
- লিটন দাস
- তাসকিন আহমেদ
- শরিফুল ইসলাম
এখানে সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম ৮ লাখ টাকার ওপরে পাবেন। তিন ফরমেটে থাকা বাকি তিনজন পাবেন তাদের তুলনায় কম বেতন (নির্দিষ্ট অংকটা জানা যায়নি, তবে ম্যাচ সংখ্যা ম্যাচ সংখ্যার সঙ্গে ক্যাটাগরি হিসেবে তারা পরের ক্যাটাগরির চেয়ে বেশিই পাবেন)।
এদিকে এবার যারা প্রথম চুক্তিতে এসেছেন, তাদের মধ্যে শরিফুল ছাড়া (তিন ফরমেটেই থাকায় শরিফুল অনেক বেশি পাচ্ছেন) নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, শামিম পাটোয়ারীরা পাবেন দেড় লাখের কিছুটা কম।
পাঁচটি ভাগে ভাগ করা চুক্তিতে ২৪ ক্রিকেটার যে যেখানে-
তিন ফরম্যাট: মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
শুধুমাত্র টেস্ট: মুমিনুল হক সৌরভ, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ চৌধুরী রাহী, সাদমান ইসলাম, সাইফ হাসান ও এবাদত হোসেন চৌধুরী।
টেস্ট ও ওয়ানডে: তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
ওয়ানডে ও টি-টোয়েন্টি:মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন ও আফিফ হোসেন ধ্রুব।
শুধুমাত্র টি-টোয়েন্টি: সৌম্য সরকার, নাইম শেখ, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও শামীম পাটোয়ারী।
এর আগে ২০১৭ সালে হওয়া বেতনকাঠামো অনুযায়ী কেন্দ্রীয় চুক্তির ‘এ+’ শ্রেণির ক্রিকেটাররা প্রতি মাসে বিসিবি থেকে বেতন পেয়ে আসছিলেন চার লাখ টাকা করে।
‘এ’ শ্রেণির ক্রিকেটাররা পান ৩ লাখ টাকা, ‘বি’ শ্রেণির ক্রিকেটাররা ২ লাখ টাকা, ‘সি’ শ্রেণির ১ লাখ ৫০ হাজার টাকা ও ‘ডি’ শ্রেণির ক্রিকেটাররা পান মাসে ১ লাখ টাকা করে।
সুত্রঃ জাগো নিউজ
ক্রিকেটারদের বেতন ২০২৬ | বাংলাদেশের ক্রিকেটারদের মাসিক বেতন কত ২০২৬
ক্রিকেটারদের বেতন ২০২৬, বাংলাদেশের ক্রিকেটারদের মাসিক বেতন কত ২০২৬Tag:বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দের কার কত বেতন, বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দের কার কত বেতন ২০২৬ -ক্রিকেটারদের বেতন ২০২৬ বাংলাদেশের ক্রিকেটারদের মাসিক বেতন কত ২০২৬
No Previous Article
No Next Article