আমার একার আলাে সে যে অন্ধকার যদি না সবারে অংশ দিতে পারি তার ভাবসম্প্রসারণ | আমার একার আলাে সে যে অন্ধকার ভাবসম্প্রসারণ | আমার একার আলাে সে যে অন্ধকার যদি না সবারে অংশ দিতে পারি তার | ভাবসম্প্রসারণ
By MD Siam
Published: October 12, 2025
Views:

Related Posts
Loading Ad...
Table of Contents

আমার একার আলাে সে যে অন্ধকার
যদি না সবারে অংশ দিতে পারি তার
ভাব - সম্প্রসারণ : আত্মকেন্দ্রিক সুখ - ভােগ , আনন্দ - উল্লাস প্রকৃত সুখ বা আনন্দ নয় । প্রকৃত সুখ হচ্ছে সুখী সমাজ গঠন করে সবার সুখে সুখী হওয়ার মধ্যে । পরিবার , সমাজ , প্রতিবেশ পরিবেশের সাথে অংশীদারিত্ব না থাকলে ব্যক্তিগত কোনাে সাফল্যই প্রকৃত সাফল্য নয় । একটি ফুলে মালা হয় না , একটি গাছে বাগান হয় না , এক বিন্দু ফটিক জলে ঝরনা হয় না , একটি তারার আলােয় আকাশ মনােরম হয়ে সাজে না । কাজেই যত ভালােই হােক , একজনের সাফল্যই প্রকৃত সাফল্য নয় । সবার সাফল্যই প্রকৃত সাফল্য । সবাই পেছনে পড়ে থাকলে দৌড়ে একা হয়ে গেলে সাফল্য ম্লান হয় । তাই নিজের সাফল্য , চিন্তা , চেতনা ও কল্যাণধর্মী মনােভাবের , জ্ঞানের ও শিক্ষার আলাে সবার মধ্যে উৎকীর্ণ করাই প্রকৃত কাজ হওয়া উচিত । আত্মকেন্দ্রিকতা জীবনের জন্য পরিপূর্ণ সফলতা নয় । কারণ একার শক্তি যত বেশিই হােক , সমষ্টির চেয়ে বেশি নয় । কাজেই সমষ্টিকে বাদ দিয়ে বা পাশ কাটিয়ে খুব বেশি দূর যাওয়া যায় না । শুধু নিজের মধ্যে শিক্ষার আলাে , সত্যের আলাে , ন্যায়ের আলাে জ্বেলে রাখলেই হবে না , তাকে ছড়িয়ে দিতে হবে । তাহলে সমাজে ন্যায় , সত্য ও সুন্দর প্রতিষ্ঠা লাভ করবে । সমাজে ন্যায় , সত্য , সুন্দর প্রতিষ্ঠা লাভ মানে , সমস্ত মানুষের চেতনায় তা ছড়িয়ে দেওয়া , যত্ন দিয়ে গড়ে তােলা । সবার প্রাণে যদি আলােক শিখা জ্বলে তাহলে সে আলােয় জগৎ ভরে উঠবে । তখন অন্তরের আলােয় সারা পৃথিবী সুখ - শান্তিতে ভরে উঠবে ; পৃথিবী থেকে সমস্ত অকল্যাণ অসুন্দর দূর হবে ; মানুষ পরস্পরে আলাের বন্ধনে , প্রেমের বন্ধনে , সুন্দরের বন্ধনে বাঁধা পড়বে । কাজেই আমাদের নিজের মহৎ গুণ , চেষ্টা , কর্ম যদি কিছু থেকে থাকে তবে তা নিয়ে মিথ্যা অহংকারে মত্ত না হয়ে , আত্মকেন্দ্রিক স্বার্থমগ্ন না হয়ে সবাইকে তার ভাগ দিতে হবে । সবাইকে নিয়ে সুন্দরের পথে এগিয়ে যেতে হবে । জগতে বহু কল্যাণকামী মনীষী , পণ্ডিত ব্যক্তি এই আদর্শের ভিত্তিতে কাজ করে তাদের জ্ঞানের আলােয় , প্রাণের আলােয় আমাদের আলােকিত করে গেছেন । আমরাও তাদের মতাে নিজেদের সমাজের কল্যাণে আত্মনিয়ােগ করব , সমাজকে গড়ে তুলব । আমাদের জ্ঞানের আলাে ছড়িয়ে যাবে জগতের সমস্ত অন্ধকারকে দূর করার নিমিত্তে ।টাগ: আমার একার আলাে সে যে অন্ধকার যদি না সবারে অংশ দিতে পারি তার ভাবসম্প্রসারণ, আমার একার আলাে সে যে অন্ধকার ভাবসম্প্রসারণ, আমার একার আলাে সে যে অন্ধকার যদি না সবারে অংশ দিতে পারি তার, ভাবসম্প্রসারণ
No Previous Article
No Next Article